বিজ্ঞাপন

সিরিজ জেতা হলো না সৌম্য-মিঠুনদের

July 22, 2018 | 7:33 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি হানা দিলে সিরিজ জেতা হয়নি কোনো দলের। সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শেষ ম্যাচটির ফলাফল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি। সিলেটে বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসে ম্যাচটি।

আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা তোলে ২৪০ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩.৪ ওভারে বিনা উইকেটে তোলে ১২ রান। এরপরই বৃষ্টি হানায় একটিও বল আর মাঠে গড়ায়নি।

লঙ্কানদের ওপেনার সাদিরা সামারাবিক্রমা ৮৩ বলে করেন ৭৫ রান। উপুল থারাঙ্গা ১ রানে বিদায় নেন। প্রিয়াঞ্জান ৫৩ রান করেন। অধিনায়ক থিসারা পেরেরা ৪৪, মাদুসানাকা ২৯ রান করেন। বাংলাদেশের স্পিনার সানজামুল ইসলাম ৭ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। দুটি উইকেট পান খালেদ আহমেদ আর একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, নাঈম হাসান।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান ১০ এবং জাকির হাসান ১ রানে অপরাজিত থাকেন। ১-১ এ সমতায় শেষ হওয়া সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন থিসারা পেরেরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন