বিজ্ঞাপন

সিরিয়ার ইদলিবে অস্ত্রাগার বিস্ফোরণে ১২ শিশুসহ ৩৯ জনের মৃত্যু

August 13, 2018 | 10:52 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১২ শিশুসহ ৩৯ জনের মৃত্যু হয়েছে। রোববারের (১২ আগস্ট) এই বিস্ফোরণের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ দাতব্য সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সারমাদা শহরের ওই ভবনটি অস্ত্র পাচারকারীদের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। তবে ঠিক কি কারণে এখানে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

তুরস্ক সীমান্তবর্তী শহর থেকে বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিনিধি জানান, বুলডোজার ব্যবহার করে বিধ্বস্ত ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করতে দেখা গেছে স্থানীয়দের।

বিবিসি বলছে, ইদলিব হচ্ছে দেশটির সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ, ধারণা করা হচ্ছে সিরিয়ান সরকারি সেনাদের পরবর্তী লক্ষ্য হবে এই প্রদেশটি। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইরানের সমর্থনে দেশজুড়ে বিদ্রোহীদের ওপর হামলা জোরদার করেছে সিরিয় সরকার।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন