বিজ্ঞাপন

সুজাতকে বাঁচাতে সাহায্য প্রয়োজন!

July 20, 2018 | 11:06 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

মায়াভরা মুখটি  নিয়ে অপলক তাকিয়ে আছে নয় বছরের ছোট্ট সুজাত। ওর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি রোগ, ‘এড্রিনোলু কোডিসট্রফি’। সহজ করে বললে, সুজাতের মস্তিস্ক থেকে যে স্নায়ুগুলো দেহে সংযোগ ঘটিয়েছে সেই স্নায়ুগুলো অবশ হয়ে যাচ্ছে। সুজাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে।

ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসাইন্স বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সুজাতকে বাচাঁতে চাইলে দ্রুত ওর সেল থ্যারাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এই চিকিৎসায় প্রয়োজন হবে ৩৫ লাখ টাকা।

অর্থের অভাবে অসহায় বিছানায় পড়ে আছে সুজাত। সুজাতের বাবা মা তাদের ছেলেকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সাহায্য চাইছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সুজাত এখনই খুব ভালো দেখতে পাচ্ছে না, শুনতে ও পাচ্ছে না। বাবা-মাকে ডাকতে গিয়ে সুজাতের কথা জড়িয়ে যাচ্ছে। খুব বেশি সময় নেই হয়তো সুজাতের হাতে!

নীলফামারী জেলার সৈয়দপুরবাসী সুজাতের চিকিৎসার জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিন তারা রাস্তায় নামছেন, অর্থ সংগ্রহ করছেন। এদিকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও চাওয়া হয়েছে অর্থ সাহায্য।

বিজ্ঞাপন

সুজাত যেন বন্ধুদের সাথে মাঠে খেলতে পারে, টগবগিয়ে দৌড়াতে পারে সে জন্য প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা।

যেকোন প্রকার সাহায্যে করতে যোগাযোগ করুন নিচের ঠিকানায় 

ব্যাংক হিসাব:

সুজাতের বাবা, আজিজ আহমেদ হিসাব নম্বর-১৬১-১৫১-১৬১৫৫৩, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা, নীলফামারী।

অথবা

বিকাশ নম্বর- ০১৭২৩৮১৯৫৩০(এজেন্ট), রকেট নম্বর ০১৭৯৬৮৮৮৫৪৮০।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন