বিজ্ঞাপন

সুন্দরবনে কয়লা বোঝাই জাহাজ ডুবি

April 15, 2018 | 1:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বাগেরহাট: মোংলার সুন্দরবন এলাকায় কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এমভি বিলাস নামের ওই জাহাজটিতে ৭৭৫ মেট্রিক টন কয়লা ছিল বলে জানা গেছে।

রোববার (১৫ এপ্রিল) ভোরে জাহাজটি ডুবে গেলেও দুপুর দেড়টা নাগাদ জাহাজটি উদ্ধার কাজ শুরু হয়নি।

ডুবে যাওয়া লাইটার জাহাজের চালক আনিছুল হক মুঠোফোনে সারাবাংলাকে জানান, মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে রোববার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্দেশে ছেড়ে আসে লাইটার জাহাজ বিলাস। ছেড়ে আসার পর কিছুদূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় নৌযানের সকল কর্মচারীরা।

বিজ্ঞাপন

এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন