বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিতদের সুযোগ দিতেই কোটা ব্যবস্থার প্রয়োজন: চুম‌কি

July 19, 2018 | 2:30 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

‌ঢাকা : কোটা সুবিধা না থাকলে দেশের নারী, সুবিধাবঞ্চিত মানুষ, প্র‌তিব‌ন্ধী বা পশ্চাৎপদ মানুষের যোগ্যতা প্রমাণিত হতো না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বৃহস্পতিবার (১৯জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে নারী উন্নয়ন শক্তির বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‌কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘কোটা যদি না থাকত, তাহলে নারীদের যোগ্যতা প্রমাণিত হতো না। যারা দৌড়ে অনেক এগিয়ে গেছে তাদেরকে ধরতে হলে যারা পশ্চাৎপদ বা সুবিধাবঞ্চিত, তাদের সু‌যোগ দি‌তেই হ‌বে।’

বিজ্ঞাপন

চুমকি ব‌লেন, ‘যারা মেধাবী তারা সামনে এগিয়ে গে‌লে দেশ এগিয়ে যাবে। আমাদের যে কোটা পদ্ধতি আছে, সেখানে রি‌টে‌নে সবাইকে পাশ করতে হয়। কেউ পাস করবে না- এমন নয়। প্রতিবন্ধী ছেলে তার পা নেই, একজন নারী, নানাভাবে নিগৃহীত হয়ে কত কষ্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে- তাকে কি আমরা একটু সুযোগ দেবো না!’

‘এমনকি প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে বলেছে যখন রিটেন পদ্ধতি পাশ করে আসবে তখন যদি কোটা পূরণ না হয় তখন মেধাবীদের দিয়ে পূরণ করতে হবে ।সেটাই হচ্ছে। তার মধ্যেই মেধারা স্থান পে‌য়ে যায়।’, বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা ভাষার জন্য আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু এমন কিছু জায়গায় অংশগ্রহণ করলে তাদের জন্য ক্ষতি সেটা তাদের বোঝা উচিত। তারা বসুক, আলোচনা করুক সমাধান হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অনেক সচেতন।’

নারীরা পারে না- এমন কোনো কাজ নেই উল্লেখ করে মেহের আফরোজ ব‌লেন, নারীদের যেখানেই সুযোগ দেওয়া হচ্ছে সেখানেই দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে।

বিজ্ঞাপন

নারীদের প্রতি সহিংসতা বন্ধ করা একটা চ্যালেঞ্জ বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী। তি‌নি ব‌লেন, ‘এই সহিংসতা বন্ধে মিডিয়ার ভূমিকা অনেক। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কারণে প্রত্যন্ত অঞ্চলেও যদি নারীরা সহিংসতার শিকার হয় তার খবর অনেক দ্রুত পাই আমরা। এ কারণেই তাঁদের বিচার হয় এবং সবাই এই বিষয়ে সচেতন হয়।’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক, ড. আফরোজা পারভীন, উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক সেক্রেটারি আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন