বিজ্ঞাপন

সুয্যি মাখা দিন

October 8, 2018 | 9:28 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

বিজ্ঞাপন

ঢাকা: গতকাল বিকেলে যারা ঘর থেকে বের হয়েছে তারা সবাই এক বাক্যে স্বীকার করবে, এই বিকালের অপেক্ষাতেই তারা হাজার কষ্টে বছর কাটায়!

বিকালে কাল পথে পা দিয়ে মনে হলো, এ কোন জাদুর শহর, আকাশ থেকে মিহি দানার মতো আকাশ থেকে ঝরে পরছে কুয়াশা তাতে ভর করে নামছে সন্ধ্যে। হিম হিম শীতে এ এক অন্য স্বপ্নের রাজ্য যেন।

আজও এর ব্যাতিক্রম হবে না। কারণ আজকের। দিনটাও ঠিক গতকালের মতোই। আজকে আকাশে আরও কম মেঘ। সকালের দিকে ১ শতাংশ, বেলা বাড়লে কিছুটা বাড়বে তাও ১৩ শতাংশের বেশি নয়। যাক, আজ আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা বিশাল ভিউ পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এরকম হলে সবচেয়ে মজা হয় সূর্যের। খেলার জন্য পুরোটা মাঠই যে তার। তো আজকের দিনে ভুলেও সানস্ক্রিন ছাড়া বের হবেন না। পারলে চার পাঁচ ঘণ্টা পর পর আবার মেখে নিতে পারেন। ত্বক বেশি স্পর্শকাতর হলে একটা ছাতাও সঙ্গে নিতে পারেন।

বাতাসের আর্দ্রতা আজকে গতকালের চেয়ে কিছুটা বেশি হবে। তাই ত্বক টান টান নাও লাগতে পারে। তাও প্রস্তুতি নিয়ে রাখা ভালো।

দিনের সবচেয়ে বাজে বিষয় হচ্ছে গরম। এখনও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে থেমে আছে। তাও ভালো রাতে কিছু আরাম পাওয়া যায়।

বিজ্ঞাপন

তবে এমন খুব গরম আর হিম হিম দিনে দ্রুত তাপমাত্রা বদলে শরীর বৈরী আচরণ করে। অসুখ বিসুখও মাথা চাড়া দিয়ে উঠে। এইটাই একমাত্র দুঃখের বিষয়।

যাক চমৎকার একটা বিকাল দেখার প্রত্যাশায় দারুণ কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/এমও

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন