বিজ্ঞাপন

সেমিতে থেমে গেলেন ভেনাস

March 17, 2018 | 5:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

শুরু থেকেই ভেনাস উইলিয়ামস ছুটেছেন দারুণ গতিতে। মার্কিন এই টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) সেমিফাইনালও নিশ্চিত করেন। তবে, শেষ চারেই বিদায় নিতে হলো ভেনাসকে।

সেমিতে রাশিয়ার টেনিস তারকা ২০ বছর বয়সী দারিয়া কাসাতকিনার বিপক্ষে হেরেছেন ৩৭ বছর বয়সী ভেনাস। দারুণ লড়াইয়ের এই ম্যাচে প্রথম সেটে ৬-৪ গেমে জয় তুলে নেন ভেনাস। পরের সেটে একই ব্যবধানে হারেন তিনি। আর তৃতীয় সেটে হারেন ৭-৫ গেমে।

ফাইনালে জাপানের আরেক তরুণী ২০ বছর বয়সী নাওমি ওসাকার বিপক্ষে লড়বেন দারিয়া।

বিজ্ঞাপন

এর আগে শেষ চারে ওঠার পথে স্পেনের ২৯ বছর বয়সী ৩২ নম্বর র‌্যাংকিংয়ে থাকা কার্লা সুয়ারেজকে ৬-৩, ৬-২ গেমে হারান ভেনাস।

তারও আগে শেষ আটে ওঠার পথে ভেনাসের বাধা ছিল লাটভিয়ার ২৭ বছর বয়সী তারকা আনাস্তাসিজা সেভাসতোভা। মার্কিন তারকা ভেনাসের কাছে সেই ম্যাচে ৭-৮ (৮-৬), ৬-৪ গেমে হেরেছেন লাটভিয়ান এই তারকা।

২০১৪ রজার্স কাপের পর প্রথমবারের মতো ছোট বোন সেরেনাকে হারান ভেনাস। মা হওয়ার ৬ মাস পর কোর্টে ফেরা সেরেনাকে থামতে হয় তৃতীয় রাউন্ডেই। সরাসরি সেটে জিতেছিলেন ভেনাস। প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর পরের সেটে ভেনাস জিতেছেন ৬-৪ গেমে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন