বিজ্ঞাপন

সোনামসজিদ স্থল বন্দর থেকে অর্ধ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

March 22, 2018 | 2:09 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।। 

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশস (বিজিবি)।

বুধবার ((২১ মার্চ) রাতে পরিত্যাক্ত অবস্থায় ওই সোনার বার গুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল রাশেদ আলী জানান, খবর পেয়ে বিজিবির একটি দল বুধবার রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্টে পানামা গেট এলাকা অভিযানে যায়।

বিজ্ঞাপন

সেখানে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চোরাচালানীরা স্বর্ণ চোরাচালানের নতুন রুট হিসেবে সোনামসজিদ স্থল বন্দরকে বেছে নিয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন