বিজ্ঞাপন

‘সোলো: আ স্টার ওয়ার্স স্টোরি’ আসছে ঢাকায়

May 24, 2018 | 2:35 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

হলিউডের স্টার ওয়ার্স সিনেমার জনপ্রিয়তা জগত জুড়ে। সিরিজের একটি চরিত্রের নাম ‘হান সোলো’। তাকে নিয়েই নির্মিত হয়েছে স্টার ওয়ার্স সিরিজের নতুন সিনেমা ‘সোলো: আ স্টার ওয়ার্স স্টোরি’।

২৫ মে (শুক্রবার) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘সোলো: আ স্টার ওয়ার্স স্টোরি’। ছবিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। সম্প্রতি ছবিটি প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।

হান সোলো ও কি’রার ভালোবাসার গল্প থাকলেও সিনেমার প্রেক্ষাপট মূলত আরও বড়। পৃথিবীতে জ্বালানি শক্তি নিয়ে যে রাজনীতি আছে, অনেকটা সেই ঘটনাগুলোই ঘটবে মহাকাশে। মহাকাশে টিকে থাকার যুদ্ধ নিয়েই স্টার ওয়ার্স।

বিজ্ঞাপন

হান সোলোর চরিত্রটির সৃষ্টি জর্জ লুকাসের হাতে। তবে এবার ছবিটি পরিচালনা করেছেন রন হওয়ার্ডক। ছবির শুটিং শুরু হয় পরিচালক ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলারের হাতে। পরে তাদের বাদ দিয়ে পরিচালনার দায়িত্ব দেয়া হয় রন হওয়ার্ডককে।

ছবিতে হান সোলোর ভূমিকায় অভিনয় করেছেন অলডেন হেরেনরাইখ আর কি’রার চরিত্রে এমিলিয়া ক্লার্ক।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন