বিজ্ঞাপন

সৌদি রাজ প্রাসাদের কাছে মুহুর্মুহু গোলাগুলি

April 22, 2018 | 8:30 am

।।  আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজপ্রাসাদের বাইরে মুহুর্মুহু গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি ড্রোনের কারণেই এ ঘটনা ঘটে। ড্রোনটি সৌদি রাজ প্রাসাদের সংরক্ষিত সীমানায় প্রবেশের চেষ্টা করে বলে  জানায় পুলিশ।

শনিবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সৌদি রাজ প্রাসাদের সামনে একটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ছোট আকারের ড্রোন উড়ছিল। সন্ত্রাসী হামলা মনে করে নিরাপত্তারক্ষীরা মুহুর্মুহু গুলি ছুড়ে ড্রোনটি ভূপাতিত করে।

পরে দেশটির নিরাপত্তাবাহিনী জানায়, এটি একটি খেলনা ড্রোন। তবে কে বা কারা সেটি কী উদ্দেশ্যে উড়িয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সৌদি পুলিশ জানায়, ড্রোন ওড়ানো ও গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে সৌদি রাজ প্রাসাদে গোলাগুলির খবর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গোলাগুলির কয়েকটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করা হয়।

দেশটির একজন সিনিয়র অফিসারের বরাত দিয়ে রয়টার্স জানায়, গোলাগুলির সময় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই প্যালেসে ছিলেন না। তিনি একটি ফার্ম হাউজে ছিলেন, যা রাজধানী রিয়াদের দিরিয়ায় এলাকায় অবস্থিত।

বিজ্ঞাপন

এ ঘটনায় সৌদি সরকার বা কোনো কর্তৃপক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন