বিজ্ঞাপন

সৌম্য-ইমরুলের কথা জানতেন না মাশরাফি

September 22, 2018 | 1:40 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

হুট করেই কাল এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার-ইমরুল কায়েস। এইচপিতে চার দিনের ম্যাচে খেলছিলেন দুজন, খুলনা থেকে অনেকটা তড়িঘড়ি করে চলে আসতে হয়েছে ঢাকায়। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা। অথচ এতকিছু হয়ে গেল, সেটা জানতেনই না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল ভারতের কাছে হারের পর ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করে বললেন, সৌম্য-ইমরুলের ব্যাপারে জানা নেই তার।

লিটন আর শান্ত টানা ব্যর্থতার পর হুট করে ডেকে পাঠানো হয়েছে সৌম্য-ইমরুলকে। অথচ মাশরাফি যখন নিজেই বলেন, ‘আমি মাঠে ছিলাম। এটা জানি না এখনও। এখনও পরিষ্কার নয় আমার কাছে। শুনছিলাম এ রকম কথা, তবে জানতাম না যে হয়েছে।’ তখন সিদ্ধান্তটা কে নিয়েছেন সেই প্রশ্নটাও উঠে যায়। টিম ম্যানেজমেন্টই যখন জানে না, তখন এই সিদ্ধান্তে বাইরের হস্তক্ষেপের ব্যাপার বলে না দিলেও চলে।

আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই চলে এসেছিল বাংলাদেশ। লিটন-শান্তরা এখানে দিন দশেক ধরে থাকলেও মাঠে পারছেন না ভালো কিছু করতে। অথচ এই অবস্থায় এই চাপ নতুন দুজন কতটা সামলাতে পারবেন তা নিয়ে সংশয়ে মাশরাফি, ‘যারা আসছে, তারাও কিন্তু দল থেকে ছিটকে পড়েছিল। আমি এখনও জানি না, আলোচনা হয়নি। তবে তারাও কিন্তু পারফর্ম না করেই দল থেকে বাদ পড়েছিল। হুট করে এই কন্ডিশনে এই ধরনের টুর্নামেন্টে এসে আবার সেই চাপ নিয়ে কতটা পারবে…!’

বিজ্ঞাপন

ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর সীমিত ওভারের ক্রিকেটে এমন কোনো পারফরম্যান্স নেই ইমরুল-সৌম্যর। নিজেদের নিয়ে কতটা কাজ করেছেন, তাও জানা নেই মাশরাফির, ‘আমি জানি না, টেকনিক্যালি ওরা কতটা কাজ করেছে। যে সমস্যাগুলো নিয়ে দলের বাইরে গিয়েছিল, তা নিয়ে কাজ করেছে কিনা, জানি না। এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আরও কঠিন বোলারদের খেলতে হবে। এটা নিশ্চিত যে যারা আছে, তাদের জন্য যেমন সহজ হবে না, যারা আসবে তাদের জন্যও সহজ হবে না।’

সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশ দল একটা অস্থির হাওয়ার ভেতর দিয়েই যাচ্ছে।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন