বিজ্ঞাপন

‘সৌম্য-তাসকিনদের সমর্থন করা আমাদের দায়িত্ব’

April 19, 2018 | 4:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে ৬ জন বাদ পড়েছেন, বুধবার (১৮ এপ্রিল) সেটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশের ক্রিকেট যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তিটা কাটছাঁট করে নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে ঢাকার এক পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিন মুর্তজাকেও।

সরাসরি কিছু না বললেও মাশরাফি জানিয়েছেন, বাদ পড়া তিন-চার জনই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ।

গত এক বছর বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৬। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন আর শিক্ষানবিশ ক্যাটাগরিতে ছিলেন আরও দুইজন। এবার সে তালিকা ছোট হয়ে এসেছে। ৬ ক্রিকেটার বাদ পড়েছেন চুক্তি থেকে। ২০১৮-১৯ বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং কামরুল ইসলাম রাব্বি। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির বাদ পড়েছেন।

বিজ্ঞাপন

নড়াইল ফাউন্ডেশনের সাথে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানেই মাশরাফির জানতে চাওয়া হয়েছিল এ নিয়ে। একটু ফাঁক রেখেই নিজের মতটা জানালেন ম্যাশ, ‘আমি এমন সময়ই কথা বলছি যখন কোনো কিছু চূড়ান্ত হয়নি। যখন কোনো কিছু চূড়ান্ত হয়নি তখন কোনো কিছুর উত্তর দেওয়া কঠিন। তারপরও বলছি, বাদ পড়া ক্রিকেটাররা বাংলাদেশের সত্যিকারের ভবিষ্যৎ, তাদের সমর্থন করা আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব। আমার জায়গা থেকে আমি পিছু পা হব না। যত প্রকার সমর্থন দেওয়ার তাদের আমি দেব। জানি যে বাংলাদেশের এত বেশি বিকল্প খেলোয়াড় নেই। আজ যে তিন-চারজনের নাম বলছেন, এরাই বাংলাদেশের সত্যিকারের ভবিষ্যৎ। তারা নিজেদের ছোট ক্যারিয়ারে সেটি প্রমাণ করেছে। আমার বিশ্বাস ধারাবাহিকতা বাড়িয়ে যদি ফর্মে ফিরে আসে লংটাইম বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’

মাশরাফি আরও জানান, ‘এক সময় সাকিব-তামিম-আমরা এমনই ছিলাম। বলতে পারেন, প্রতিদ্বন্দ্বিতা এই লেভেলের না থাকায় আমরা টিকে গেছি। এখনকার ক্রিকেটারদের কাছে প্রত্যাশাটা অনেক। সে জায়গা থেকে তারা খারাপ করলে সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার একটা প্রভাব চলে আসে। তাদের ওপর অনেক চাপ।’

মাশরাফি মনে করিয়ে দিলেন, ক্রমাগত চাপের মধ্যে ক্রিকেটারদের পারফর্ম করাটাও কঠিন হয়ে যাচ্ছে, ‘ক্রিকেট খেলাটা অনেক কঠিন হয়ে গেছে। ছোটখাটো বিষয় সমালোচনার ওপর চলে আসে। ২২-২৩ বছর বয়সে এত সমালোচনা নিয়ে মাঠে গিয়ে ধারাবাহিক ভালো খেলা তাদের জন্য কঠিন। বেড়ে ওঠা তো এত পেশাদারির মধ্যে হয় না। তবে আমরা বুঝতে পারছি, আমরা সিনিয়ররা যারা আছি তাদের সহযোগিতা করি। চার-পাঁচজন সিনিয়র যারা আছি, ওদের আরও সহযোগিতা করব, তাদেরও চেষ্টা করতে হবে তারাও যেন নিজেদের সেরা ফর্মে আসতে পারে।’

বিজ্ঞাপন

নতুন চুক্তিতে ১০ ক্রিকেটারের মধ্যে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন