বিজ্ঞাপন

“সৌহার্দ্য রক্ষায় কি পানির সমস্যা ভুলে যাব”

May 26, 2018 | 7:51 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাংলাদেশের পানি সমস্যার কথা ভুলে যেতে হবে কি না- তা জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ মে) হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ প্রশ্ন করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শান্তি নিকেতনে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। সমস্যার কথা বলে সেই সম্পর্ক নষ্ট করতে পারব না’।

বিজ্ঞাপন

তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কি আমাদের বাঁচা-মরার সমস্যা, আমাদের যে পানির সমস্যা, ১৫৮ অভিন্ন নদীর পানির সমস্যা কি আমরা ভুলে যাব- প্রশ্ন ফখরুলের।

তিনি বলেন, তিস্তাসহ অন্যান্য নদীর অববাহিকায় যে কোটি কোটি মানুষ আছে তারা কি তার সুরাহা পাবে না? তাদের জীবন-জীবিকা সব কিছু কি বন্ধ হয়ে যাবে?

“ভালো কথা, আমরা অত্যন্ত সুসম্পর্ক চাই। সেই সম্পর্ক হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ রক্ষা তো আমার কাজ নয়” বলেন বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “আজকে আপনি দাবি করছেন, এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আপনি। তাহলে জনগণের স্বার্থের কথা না বলে কেবল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার কথা বলছেন কেন?”

ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ইফতারে অংশ নেওয়া জোট নেতারা হলেন, জামায়াতের নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মতিন সাউদ, খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশয়ারি, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনার (অব.) সৈয়দ মোহম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ মুসলীম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, পিপলস লীগের (পিএল) মহাসচিব সৈয়দ মাহবুব হোসেনসহ অন্যরা।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের অর্ভ্যথনা জানান, এনপিপি’র সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্য দেন এনপিপি’র মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা।

এছাড়া দলটির প্রেসিডিয়াম সদস্য এম ওহিদুর রহমান, নজরুল ইসলাম, আ ক ম জহির হোসেন হাকিম, ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন ইফতার মাহফিলে অংশ নেন।

সারাবাংলা/এজেড/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন