বিজ্ঞাপন

স্কুলের বইয়ে মিলখা সিংয়ের পরিবর্তে ফারহান আখতারের ছবি

August 19, 2018 | 7:48 pm

।। কলকাতা থেকে ।।

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের পাঠ্যবইতে সে দেশের ক্রীড়াবিদ মিলখা সিংয়ের ছবির পরিবর্তে, ওই ভূমিকায় অভিনয় করা বলিউড অভিনেতা ফারহান আখতারের ছবি ব্যবহার করে হাস্যকর কাণ্ড ঘটিয়েছে বইটির প্রকাশক সংস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই মারাত্মক এই ভুল শুধরে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের কাছে আর্জিও জানিয়েছেন অভিনেতা ফারহান আখতার।

২০১৩ সালে মিলখা সিং-এর আত্মজীবনীমূলক সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’-এ অভিনয় করেছিলেন ফারহান আখতার। যিনি ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ মিলখা সিং ও অলিম্পিকের ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়।

বিজ্ঞাপন

তার ছবিতে এত বড় ভুল সামনে আসার পরেই বইটির ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটারে যেটা ফারহান আখতারের সামনে আনে তার ভক্তরা।

এরপরেই ফারহান টুইট করে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা মন্ত্রীকে অনুরোধ, মিলখা সিং-এর যে ভুল ছবি ছাপা হয়েছে স্কুলের পাঠ্যবইগুলিতে অবিলম্বে সেই ত্রুটি সংশোধন করে প্রকাশককে এই বই প্রত্যাহার করে তা পুনর্মুদ্রন করার অনুরোধ জানালে ভালো হয়।’

যদিও এই ঘটনার পরে বইটির সরকারি প্রকাশক সংস্থা বা স্কুল শিক্ষা দফতরের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন