বিজ্ঞাপন

স্পেনে মিউজিক ফেস্টিভালের মঞ্চ ভেঙে আহত তিন শতাধিক

August 13, 2018 | 4:09 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্পেনে এক মিউজিক ও স্পোর্টস ফেস্টিভালের মঞ্চ ভেঙে অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও, অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভিকোতে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘ও ম্যারিসকুইনো’ ফেস্টিভাল চলাকালে এ দুর্ঘটনা ঘটে। একজন র‌্যাপার কাঠের তৈরি মঞ্চে উঠে গান পরিবেশন করার সময় তাকে ঘিরে ধরেন দর্শনার্থীরা। এ সময় অতিরিক্ত চাপ বইতে না পেরে মঞ্চটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চটি ভেঙে পড়ার পর কাঠামোর নীচে অনেকেই আটকা পড়েন। এ সময় আতঙ্কিত মানুষের চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। অনেকেই প্রাণভয়ে দৌঁড়াতে থাকেন। আহতদের বেশিরভাগই স্থানীয় তরুণ-তরুণী।

বিজ্ঞাপন

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী বাহিনী এসে আটকে পড়াদের বের করে আনেন। অপেক্ষাকৃত কম আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গুরুতর আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন