বিজ্ঞাপন

হঠাৎ বৃষ্টির দিন

July 18, 2018 | 10:04 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শ্রাবণের দিন আসছে থেকে বৃষ্টি যেন অস্থির হয়ে উঠেছে। এই ঝরে তো সেই ঝরে। ওদিকে আকাশে মেঘ লেগেই আছে। আকাশের দিকে তাকালে দেখা যায় তাদের ছুটাছুটি আর ব্যস্ততা।
আজকের দিনটাও মেঘে ঢাকা। তবে ওই যে বললাম মেঘ শুধু ছুটে আর ছুটে, তাই মাঝে মাঝে রোদও দেখা দিয়ে যায়। এই রোদের ফলে মেঘ বৃষ্টির পরেও গরম আছে একদম অপরিবর্তিত। আজকে সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
মরার গরমের উপর খাড়ার ঘাঁ হচ্ছে বাতাসের আর্দ্রতা। ৭০ শতাংশের উপরে থাকবে আর অনেক ঘাম হবে। ঘাম বেশি হলে গরমে অস্থিরও বেশি লাগবে এটাই স্বাভাবিক কথা।
এত সবের মধ্যে সুখের কথা হচ্ছে, বৃষ্টি আজ হবে। সারাদিনে কোনো এক সময় ঝমঝম করে বৃষ্টি নামবে আমাদের এই ধরায়।
নিরাপদে কাটুক সারাটাদিন।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন