বিজ্ঞাপন

হালেপের ঘরে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম

June 10, 2018 | 10:47 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন সিমোনা হালেপ। ২০১৪ ও ২০১৭ সালে ফরাসি ওপেনে এবং গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাননি হালেপ। এবার প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।

সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, অ্যাঞ্জেলিক কেরবার, গারবিন মুগুরুজাদের মতো তারকারা ছিটকে যাওয়ার পর হালেপের সামনে একটাই বাধা ছিল, স্লোন স্টিফেন। যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভেন্সকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন রোমানিয়ার এই খেলোয়াড়।

প্যারিসের রোলাঁ গাঁরোয় মেয়েদের এককের ফাইনালে দশম বাছাই স্টিভেন্সকে হারান শীর্ষ বাছাই হালেপ। প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে গেলেও পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান হালেপ। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট নিজের করে নেন হ্যালেপ। আর তৃতীয় সেটে স্টিফেনকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা নিজের করে নেন হালেপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন