বিজ্ঞাপন

হিলিতে সরিষার বাম্পার ফলন, মিলছে ভালো দাম

February 15, 2019 | 5:22 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দিনাজপুর: জেলার হিলি সীমান্ত এলাকায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। এরইমধ্যে উপজেলার প্রতিটি মাঠে শুরু হয়েছে সরিষার তোলা-মাড়াই। এবার বাজারে দামও মিলছে ভালো, তাই খুশি কৃষকেরা। সংশ্লিষ্টরা বলছেন, এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

ছাতনী গ্রামের কৃষক মাহবুব সারাবাংলাকে বলেন, ‘এবার আমি প্রথম সরিষা বুনেছিলাম। ফলনও ভালো পেয়েছি, সঙ্গে বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। আমি এখন সরিষা বিক্রি করে ওই টাকা দিয়ে জমিতে ধান লাগাবো।’

কাদিপুর গ্রামের কৃষক বাবলু সারাবাংলাকে বলেন, ‘বাড়তি ফসল হলেও এবার বাজারে এর দাম ভালো আছে। প্রতি বিঘায় সরিষার ফলন ৪ থেকে ৫ মণ পাওয়া যাছে। বাজারে প্রতি মণ সরিষা ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে আমরা খুব খুশি।’

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনীন সারাবাংলাকে বলেন, ‘কৃষকরা এই ফসলকে বাড়তি হিসেবে চাষাবাদ করে থাকে। এবার কৃষি অফিসের সহযোগিতায় হিলি হাকিমপুর উপজেলাতে ৮৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা সরিষা তোলা শুরু করেছে। এবার আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে আশা রাখি।’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন