বিজ্ঞাপন

হুমকির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট: মুরালি

April 19, 2018 | 4:16 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা ক্রিকেট কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন বলেছেন রাজনৈতিক নেতা এবং নির্বাচকদের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট হুমকির মুখে। খেলোয়াড়দেরকে সুযোগ দেয়া হচ্ছে না বলে দলের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের জার্সিতে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট পাওয়া সাবেক এই স্পিনার বলেছেন, গত দুই বছর যাবত নির্বাচকরা খেলোয়াড় পরিবর্তন করেই যাচ্ছে। রাজনৈতিক যেসব নেতারা নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, ক্রিকেটে তাদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই ক্রিকেটার।

ইকোনোমিক টাইমস নামে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মুরালিধরন বলেন, ‘সত্যি কথা বলতে শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান অবস্থা অনেকটা জগাখিচুড়ির মতো। বিভিন্ন রাজনৈতিক নেতা আছেন যাদের ক্রিকেট সম্পর্কে নূন্যতম কোনো জ্ঞান নেই, তারাই আসলে দলটিকে দিনের পর দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

ক্রিকেটকে আত্মবিশ্বাস মনে করেন লঙ্কান এই কিংবদন্তি, ‘ক্রিকেট মানেই আত্মবিশ্বাস। খেলোয়াড়রা তাদের আত্মবিশ্বাস দিয়েই এখানে পারফর্ম করবে। আমি একদিনে চ্যাম্পিয়ন বোলার হইনি। লঙ্কান সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ৪-৫ বছর যাবত আমার মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছেন, সেখান থেকেই আমি এতদূর আসতে পেরেছি।’

বর্তমানে টানা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা এমন কথাও বললেন মুরালি, ‘এখন ব্যাটসম্যানদের বলা হয় স্কোর করতে হবে, নাহলে বেঞ্চে বসিয়ে রাখা হবে। বোলারদের জন্যও একই নিয়ম। সব ফরম্যাট মিলিয়ে এক বছরে ৬০ জন ক্রিকেটার মাঠে নেমেছে। এক বছরে ৬০ জন!’

দলের খেলোয়াড়দের দ্রুত এমন পরিবর্তনকে দলের জন্য ভয়ানক বলে রাখলেন লঙ্কান এই কিংবদন্তি, ‘খেলাকে বাঁচিয়ে রাখার কোনো লক্ষ্যই দেখছি না। এমন পরিবর্তন দলকে ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

বর্তমানে টেস্ট র‍্যাংকিংয়ে ৬ নম্বর এবং ওয়ানডেতে র‍্যাংকিংয়ের ৮ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন