বিজ্ঞাপন

হ্যাজার্ডকে নিয়েই নতুন পরিকল্পনা চেলসি কোচের

July 19, 2018 | 9:25 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই চেলসি ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। তবে, এবার চেলসির নতুন কোচ মাউরিজিও সারি জানিয়েছেন, বেলজিয়ান ফরোয়ার্ডকে চেলসিতেই রাখতে চান তিনি।

রোনালদোর বদলির কারণে হ্যাজার্ডকেই চাইছে রিয়াল, এমনটা গুঞ্জন উঠেছে। তবে, চেলসি কোচ সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজার্ডকে দলে রেখেই তার উন্নতিতে কাজ করার কথা জানান, ‘ইউরোপের সেরা তিনজন ফুটবলারের মধ্যে হ্যাজার্ড একজন। সে অনেক উচ্চমানের একজন। আশা করবো, এখানেই তার উন্নতির জন্য কাজ করতে পারবো।’

ইতালিয়ান ক্লাব নাপোলি ছেড়ে এই মৌসুমে ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন সারি। ৫৯ বছর বয়সী এই কোচ এবার জানিয়েছেন, তার দলে হ্যাজার্ডকেই দরকার। তাই হ্যাজার্ডের সঙ্গে সরাসরি কথা বলতে চান সারি, ‘তার (হ্যাজার্ড) সঙ্গে সরাসরি কথা বলতে চাই। না দেখে টেলিফোনে কথা বলে পুরো ধারণা পাওয়া কঠিন হবে।’

বিজ্ঞাপন

অবশ্য, দল ছাড়ার ব্যাপারে হ্যাজার্ডেরও কিছুটা আগ্রহ আছে বলে শোনা গেছে। তবে, হ্যাজার্ডের সঙ্গে কথা বলেই পরিকল্পনা করতে চান চেলসির নতুন কোচ, ‘আশা করি, তার (হ্যাজার্ড) উন্নতি ঘটাতে পারব। অবশ্য সে এখনই উচ্চমানের একজন ফুটবলার, তাই কিছুটা কঠিন হতে পারে।’

২০১২ সাল থেকেই চেলসির জার্সিতে খেলছেন বেলজিয়ান ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটির হয়ে সবমিলিয়ে ২০৮ ম্যাচে ৬৯ গোল আছে তার। ৬ বছরের ক্লাব ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন