বিজ্ঞাপন

১০০ থেকে ১০ পয়েন্ট দূরে সিটি

April 23, 2018 | 10:10 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। গত সাত মৌসুমে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া দলটির সামনে এবার সুযোগ প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে একশো পয়েন্ট অর্জনের। বাকি চার ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট দরকার পেপ গার্দিওলার শিষ্যদের। সবশেষ ম্যাচে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সোয়ানসি সিটিকে।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে সোয়ানসি সিটিকে উড়িয়ে দেয় সিটিজেনরা। শিরোপা নিশ্চিত হওয়ার পর লিগে প্রথম মাঠে নেমেছিল সিটি।

ম্যাচের ১২তম মিনিটে প্রথম লিড নেয় সিটি। ডেভিড সিলভার গোলে এগিয়ে যাওয়ার চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রাহিম স্টারলিং। প্রথমার্ধে এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন কেভিন ডি ব্রুইন, বের্নার্দো সিলভা ও গাব্রিয়েল জেসুস। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুইন, ৬৪ মিনিটে বের্নার্দো সিলভা আর ৮৮ মিনিটে জেসুস গোল তিনটি করেন।

সবশেষ ম্যাচ জেতায় ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৪ ম্যাচে ৯০। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। আর ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন