বিজ্ঞাপন

১০ বছর জেল হতে পারে ভারতীয় টেবিল টেনিস তারকার

March 22, 2018 | 12:43 pm

শুভজিত পুততুন্ড, স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ভারতীয় টেবিল টেনিস তারকা এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে পকসো (প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সচুয়াল অফেন্স) আইনে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত আদালতে।

অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে ভারতের এই তারকা খেলোয়াড়ের।

বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় বারাসতের মহিলা থানায় অভিযোগ করেছেন বারাসতের এক তরুণী। সৌম্যজিতের পাশাপাশি তার ঘনিষ্ট আরও চার জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও করেছেন ঐ তরুণী। ইতোমধ্যেই ঐ তরুণীর ডাক্তারি পরিক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলাটির অতিরিক্ত পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সারাবাংলাকে জানান, একটা অভিযোগ সৌম্যজিত ঘোষের বিরুদ্ধে হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

কলকাতা সংলগ্ন বারাসতের বাসিন্দা ঐ তরুণীর বাবা অভিজিত দত্ত সারাবাংলাকে জানিয়েছেন, ২০১৫ সালে সোস্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় তাদের। আমার মেয়ে ছোটো থাকতেই টেবিল টেনিস খেলতো। সেই সূত্র ধরেই মেয়ের সঙ্গে সৌম্যজিতের সম্পর্ক আরো গাড়ো হয়ে ওঠে। তাদের শিলিগুড়ি এবং কলকাতার বাঘাযতিনের ফ্ল্যাটে সৌম্যজিতের আসা যাওয়া ছিল। দুই পরিবার বিয়ের জন্য রাজি থাকলেও মেয়ে নাবালিকা হওয়ায় বিয়েটা সম্ভব হয়নি। কিন্তু সৌম্যজিতের সঙ্গে নিয়মিত সম্পর্ক ছিল আমার মেয়ের।

২০১৬ সালে শিলিগুড়ির গাজলডোবার একটা মন্দিরে দুই পরিবারের উপস্থিতে সৌম্যজিত এবং ঐ তরুণীর বাগদান পর্বও হয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। অভিজিত দত্তের অভিযোগ নাবালিকা বয়সে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল টেবিল টেনিস তারকা সৌম্যজিত ঘোষ। নাবালিকা অবস্থাতেই বারাসত কাঠগোলার বাসিন্দা ঐ তরুণী অন্তস্বত্বা হয়ে পড়েন। বিষয়টা প্রথমে জানতে পারেনি মেয়ের পরিবার। বেশ কিছুদিন পরে মেয়ের কাছ থেকেই জানতে পারেন তার বাবা-মা। তরুণীর বাবা জানান, সৌম্যজিত এবং তার পরিবার তার মেয়ের জোর করে গর্ভপাত করিয়েছিল।

বিজ্ঞাপন

এদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের পাশাপাশি বলপূর্বক গর্ভপাতেরও অভিযোগ দায়ের হয়েছে সৌম্যজিতের বিরুদ্ধে। তবে ফোন বন্ধ করে রাখায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতের তারকা খেলোয়াড় সৌম্যজিতের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন