বিজ্ঞাপন

১৫ এপ্রিল থেকে হকির নতুন মৌসুম

April 11, 2018 | 3:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

অনেক ঘটনার পর হকির ক্লাব কাপ আর প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে। ১৫ এপ্রিল ক্লাব কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে হকির নতুন মৌসুম। আর ২৮ তারিখ থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ।

প্রথমে ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্ত নেয়। পরে লিগ কমিটির সভা শেষে জানানো হয় চূড়ান্ত এই সিদ্ধান্ত। জাতীয় দলের ব্যস্ততা থাকায় খুব একটা সময় পাচ্ছে না দলগুলো। তাছাড়া, রমজান আর ঈদের কারণে ক্লাবগুলো দল গোছাতে ও অনুশীলনের জন্য খুব একটা বেশি সময় পাবে না।

মাঠে হকি ফেরাতে বেশি অপেক্ষা করতে চায় না ফেডারেশন সেটা আগেই জানিয়ে দিয়েছিল। তাই ক্লাবগুলোর সময় বাড়ানোর অনুরোধ রাখতে পারেনি ফেডারেশন। এই আসরে ঊষা ক্রীড়া চক্র একরকম ক্ষোভ প্রকাশ করে দল-বদলে অংশ নেয়নি। লিগে অংশ নেবে কি না সেটাও অজানা।

বিজ্ঞাপন

গত বছর প্রিমিয়ার হকি লিগ হয়নি। এক বছর পর ঘরোয়া হকি টার্ফে গড়াতে যাচ্ছে। তাই অন্য ক্লাবগুলো হকির স্বার্থে বাংলা নববর্ষের পরের দিন মাঠে নামবে। এবার ঘরোয়া হকির বেশ কিছু ম্যাচ হবে ফ্লাড লাইটে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন