বিজ্ঞাপন

১৭০টি দেশের আলোকচিত্রীদের মধ্যে সেরা বাংলাদেশের সৌরভ

June 20, 2018 | 10:48 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: ‘লেন্স কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড–২০১৮’ পেলেন বাংলাদেশের সৌরভ দাশ। নেদারল্যান্ড ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘লেন্স কালচার’ এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার দুইটি ক্যাটাগরিতে (সিরিজ ও একক) বিশ্বের ১৭০টি দেশের আলোকচিত্রী ছবি জমা দেন।

ম্যাগাজিনটির ওয়েবসাইটে মঙ্গলবার (১৯ জুন) প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে। একইসঙ্গে জানানো হয়, ফান্সের আরলেস শহরে পুরস্কার জয়ী ও নির্বাচিত ৩৯টি ছবি নিয়ে আগামী ২ জুলাই থেকে ছয় দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত আলোকচিত্রী সৌরভ দাশ স্বীকৃতি হিসেবে ৫ হাজার ডলার এবং সনদপত্র পাবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সৌরভ দাশ সারাবাংলাকে বলেন, ‘বেশ কয়েক মাস ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন সড়কে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি। গভীর রাতে তুলেছি ভাসমান মানুষের ছবি। স্লো-শাটার ব্যবহার করায় তাদের গল্পগুলো ভিন্ন আবেশ পেয়েছে। ভালো লাগছে আমার কষ্ট সার্থক হয়েছে।’

এর আগেও বেশ ক’টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সৌরভ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন