বিজ্ঞাপন

২১ মাস পর জোড়া অভিষেক বাংলাদেশের

September 20, 2018 | 5:27 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

অন্তত একজনের অভিষেক হচ্ছে, সেটা আগে থেকেই অনুমিত ছিল। নাজমুল হোসেন শান্ত খেলছেন তামিম ইকবালের জায়গায়, সেটা জানা ছিল আগেই। আজ আরেকজনেরও অভিষেক হয়ে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে, আবু হায়দার রনি নামছেন মোস্তাফিজুর রহমানের জায়গায়। প্রায় ১ বছর ৯ মাস পর অন্তত দু’জনের একই সাথে অভিষেক হচ্ছে ওয়ানডেতে।

২৯ ডিসেম্বর, ২০১৬ সালে নিউজিল্যান্ডের সাথে নেলসনে একই সঙ্গে তিন জনের ওয়ানডে অভিষেক হয়েছিল বাংলাদেশের। পেসার শুভাশীষ রায়, উইকেটরক্ষক নুরুল হাসান ও লেগ স্পিনিং অলরাউন্ডার তানভীর হায়দারের ডেব্যু হয়েছিল ওই ম্যাচে। এর মধ্যে শুভাশীষ আর ওয়ানডে খেলারই সুযোগ পাননি, নুরুল ও তানভীর পরে খেলতে পেরেছেন একটি করে ওয়ানডেতে। তার আগে ১৮ জুন , ২০১৫ সালে একই সঙ্গে ওয়ানডে অভিষেক হয়েছিল লিটন দাশ ও মোস্তাফিজুর রহমানের।

আবু হায়দার রনি অবশ্য এর মধ্যে টি-টোয়েন্টিতে খেলেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজেই টেস্ট অভিষেক হয়ে গিয়েছিল শান্তর। আজ ম্যাচ শুরুর আগে রনির মাথায় ক্যাপ তুলে দিয়েছেন মাশরাফি, অন্যদিকে শান্তকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন