বিজ্ঞাপন

২২ বছরের রেকর্ড ভাঙলেন ইব্রাহিম

January 24, 2019 | 9:09 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড হয় মাঝে মাঝে। কিছু রেকর্ড থেকে যায় যুগ যুগ। অ্যাথলেটরা আসেন রেকর্ড গড়বেন সেটাই অনুমেয়। তবে, দেশের জাতীয় অ্যাথলেটিকসের একটি রেকর্ড থেকে গিয়েছিল ২২ বছর! সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন আরেক শিষ্য এম ইব্রাহিম হোসেন।

বিজ্ঞাপন

১৯৯৭ সালে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে শটপুটে রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর মোজাফ্ফর হোসেন। ভারী বলটি তিনি নিয়েছিলেন ১৪.২৫ মিটার। তারপর ২২ বছর অক্ষত ছিল সেই রেকর্ড। এবার ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় এসে সেই রেকর্ড ভাঙলেন নৌবাহিনীর আরেক অ্যাথলেট এম ইব্রাহিম।

নোয়াখালীর এই অ্যাথলেট শটপুটে ১৪.৫৩ মিঃ ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

প্রায় দুই যুগ পরে রেকর্ড ভাঙা নিয়ে খুশি ইব্রাহিম জানান, ‘আমার জন্য বড় পাওয়া। স্বপ্ন ছিল নিজের ইভেন্টে স্বর্ণ পেয়েছি ভালো। নৌবাহিনী থেকে ফ্যাসিলিটি পেয়েছি।’

বিজ্ঞাপন

প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার গল্পটাও শোনালেন তিনি, ‘আমি নোয়াখালী আন্তঃস্কুল টুর্নামেন্ট থেকে উঠে এসেছি। সেখান থেকে ভালো ফল করার পর উপজেলার নির্বাহী অফিসারসহ স্কুলের শিক্ষকরা আমার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর জুনিয়র লেবেলে দুই-তিনবার জ্যাভলিন আর শটপুটে প্রথম হই। ২০১১ সালে বিজেএমসিতে যোগ দেই। এর কিছুদিন থেকে আবার ২০১৩ সালে এসে দুইবছর এখানেই কাজ করি।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় এই ইভেন্টেই ২০১৬ স্বর্ণ লাভ করেন। ডাক পান বাংলাদেশ নৌবাহিনীতে।

এরপর ২০১৮ সালের সামার অ্যাথলেটিকসে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি। তখন রেকর্ডও ছুঁইছুঁই ছিল। ১৪.২১ মিটার নিতে নিয়েছিলেন। একটুর জন্য রেকর্ড গড়া হয়নি সেবার। তার আগে ২০১৭ সালে সামার ও জাতীয় অ্যাথলেটিকসেও রৌপ্য জিতেছিলেন। এবার ৪২তম অ্যাথলেটিকসে রেকর্ড গড়েছি প্রথমবারের মতো স্বর্ণও জিতেই ফিরেছেন।

বিজ্ঞাপন

সামনে এসএ গেমসে দেশের হয়ে ভালো করার আশ্বাস জানিয়ে বলেন, ‘আমাকে হাই পারফরমেন্স ট্রেনিং দেয়, বাইরের দেশের মানদণ্ডে নিজেকে নিতে চাই। দেশের জন্য গৌরব নিয়ে আসা।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন