বিজ্ঞাপন

২৬ ঘণ্টা পর রংপুর-লালমনিরহাটে রেল যোগাযোগ স্বাভাবিক

September 23, 2018 | 4:14 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বগুড়া: প্রায় ২৬ ঘণ্টা পর রংপুর ও লালমনিরহাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে রংপুর ও লালমনিরহাট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

বগুড়ার সোনাতলা ও ভেলুরপাড়া রেল স্টেশনের মাঝামাঝিতে চকচকিয়া রেল সেতুর পিলার দেবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় সোনাতলা স্টেশনে আটকা পড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ এবং লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’। রেলওয়ে প্রকৌশল শাখার কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ওই সেতু মেরামত করার পর ট্রেন দু’টি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার বেঞ্জরুল ইসলাম জানান, সোনাতলার চকচকিয়া সেতুর পিলার দেবে যাওয়া ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামত শেষ হওয়ার পর রোববার বেলা দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া রেলওয়ের প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পিলারের নিচে বালুর বস্তা ফেলে পিলারটি মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে।

দেবে গেছে রেলসেতু, রংপুর-লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন