বিজ্ঞাপন

৩ মামলায় আজিজুল বারী হেলালের ৬ মাসের জামিন

June 21, 2018 | 5:03 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (২১ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হেলালের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ রানা। তিনি বলেন, তার বিরুদ্ধে ২০১৫ সালে করা রমনা, মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিল। এখন এ তিন মামলায় জামিনের পর তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

হেলালের আইনজীবী জানান, গত ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতার করে পুলিশ।

পরে ৩১ জানুয়ারি ছাত্রদলের সাবেক এই সভাপতিকে মগবাজারের বাসা থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। এরপর থেকে কারাবন্দি আছেন আজিজুল বারী হেলাল।

ওই ঘটনায় দায়ের করা মামলায় আজিজুল বারী হেলালকে ২ ফেব্রুয়ারি ৫ দিনের রিমান্ড দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন