বিজ্ঞাপন

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল

September 19, 2018 | 4:22 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পুলিশের কর্তব্যে বাধা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ আদেশ দেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সোহেলকে আদালতে হাজির করা হয়। সেখানে তার রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম।

জয়নাল আবেদিন মেসবাহ, মোস্তাকিম জসিম নুরুদ্দীনসহ কয়েকজন আইনজীবী আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: হাবিব উন নবী খান সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

পুলিশের কর্তব্যে বাধা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা তদন্তের স্বার্থে সত্য উদঘাটনে আদালতে হাবিব উন নবী খান সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুল করিম।

এর আগে, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গুলশান এলাকা থেকে হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন