বিজ্ঞাপন

সামরিক সহায়তা হিসেবে ৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

October 22, 2018 | 6:30 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস জানিয়েছেন, তার দেশ ভারত ও প্রশান্ত মহাসাগারীয় কৌশলের সমর্থনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে ৪ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এর আগে ২০ অক্টোবর চারদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস।

বিজ্ঞাপন

এ সব কিছুকে মার্কিন সরকারের বঙ্গোপসাগর উদ্যোগের অংশ উল্লেখ করে সংবাদ সম্মেলনে মার্কিন এ প্রতিনিধি  আরো বলেন, বৈদেশিক সামরিক সহায়তা হিসেবে দেয়া এ অর্থ বাংলাদেশের রাডার ব্যবস্থার মানোন্নয়ন, টহল নৌযান বহরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং সম্প্রসারিত সামুদ্রিক কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণ কাজে ব্যয় হবে।

এ সফরে মার্কিন এ প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শণসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

সারাবাংলা/আইজেকে/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন