বিজ্ঞাপন

রাঙ্গুনিয়ার সাবেক এমপির পাশে প্রধানমন্ত্রী

January 7, 2018 | 12:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনা এরই মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্তসচিব সাজ্জাদুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।

তিনি জানান, গত কিছুদিন ধরে রাঙ্গুনিয়ার সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবন যাপন ও শারীরিক দুরারোগ্য ব্যাধির সংবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। সংবাদটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থেকে ১৯৯১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজ রোডে অসুস্থ সাবেক এমপির বাড়িতে ছুটে যান চট্রগ্রাম জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়ে অসুস্থ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দেন এবং শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য উনাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন