বিজ্ঞাপন

বলিউডে আসছে সত্য ঘটনার ৫ ছবি

March 3, 2018 | 1:39 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বলিউডি চলচ্চিত্রের সিক্যুয়াল জ্বর আক্রান্ত হবার খবর পুরনো। সেই জ্বর সারার আগেই শুরু হয়েছে আরেক ট্রেন্ড। সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ। সিক্যুয়ালের ভিড়ে চলতি বছর বলিউডে মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেশ কিছু ছবি।

  • সাঞ্জু

ছবিগুলোর মধ্যে সবচেয়ে প্রতিক্ষীত ‘সাঞ্জু’। ছবিটি বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বায়োপিক। সাঞ্জু বাবার জীবনের নানা দিক উঠে আসবে এই ছবির কাহিনীতে। রাজকুমার হিরানী পরিচালিত ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আসছে জুনে মুক্তি পাবে ‘সাঞ্জু’।

বিজ্ঞাপন

  • ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’

ভারতের পোখরানে ১৯৯৮ সালে পরমাণবিক বোমা পরীক্ষার সময় ঘটেছিল এক ভয়াবহ বিস্ফোরণ। ভারতীয় সেনবাহিনীর ইতিহাসের মর্মান্তিক এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’। জন আব্রাহাম অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। ছবিটির মুক্তির সম্ভাব্য মাস এপ্রিল।

বিজ্ঞাপন
  • মনিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি

ঐতিহাসিক তো বটেই প্রথমবারের মতো রানির চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানৌত। ঝাঁসির রানি লক্ষীবাঈয়ের চরিত্রে দেখা যাবে বলিউডের এই পারফেক্টশনিষ্ট নায়িকাকে। ঐতিহাসিক পটভূমিতে লক্ষীবাঈয়ের জীবনের কিছু অংশ উঠে আসবে এই সিনেমায়। মনিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি শিরোনামে ছবিটি নির্মাণ করছেন ক্রিশ, মুক্তি পাবে অগাস্টে।

  • রেইড

ভারতীয় সরকারি চাকরিজীবী আলফন্স কান্নানথানামের জীবনী চলে এসেছে চলচ্চিত্রে। এই সৎ, প্রতিবাদি চাকুরিজীবীর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, রেইড সিনেমায়। রাজকুমার গুপ্তের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে মার্চে।

বিজ্ঞাপন
  • গোল্ড

ভারতীয় হকি দলের অলিম্পিকে প্রথম স্বর্ণপদক অর্জনের সেই আনন্দের ঘটনা নিশ্চয়ই প্রতিটি ভারতীয়র চোখে লেগে আছে। এবার সেই দৃশ্য উঠে আসছে চলচ্চিত্রে। সিনেমার নাম গোল্ড। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। রিমা কাগতি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগস্টে।

সারাবাংলা/পিএম       

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন