Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় নৌ বাহিনীর বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৫ ১৪:৩৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:৪৪

বিধ্বস্ত হয়ে পড়ে আছে নৌ বাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটের বিমান।

প্রশিক্ষণ ফ্লাইটের সময় দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের আরোহীদের সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

এক বিবৃতিতে দেশটির নৌ বাহিনী বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর ১টার দিকে নৌবাহিনীর পি-৩ পেট্রোল বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরপরই সেটি বিধ্বস্ত হয়। তবে বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, নৌ বাহিনীর বিমান বিধ্বস্তে চার আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

তবে বিমান বিধ্বস্তের স্থানে বেসামরিক কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই ঘটনায় দেশটির নৌ বাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি সাময়িকভাবে নৌ বাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় বলেছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বিমান পাহাড়ি এলাকার ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়ে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়। বিধ্বস্তের পরপরই নৌ বাহিনীর ওই বিমানে আগুন ধরে যায়।

ফুটেজ ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের আশপাশে ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি যানবাহন মোতায়েন করা হয়েছে। এ সময় সেখানে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বিমানের ধ্বংসাবশেষে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সারাবাংলা/এসডব্লিউ

আরোহী নিহত দক্ষিণ কোরিয়া নৌ বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর