Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের জন্য ১৯১ কোটি টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২০:২০ | আপডেট: ২ জুন ২০২৫ ২১:২০

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন তিনি। একই সঙ্গে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেটও উপস্থাপন করা হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘গত দেড় দশকে দুর্নীতি ও সুশাসনের অভাবে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি এবং বাস্তবায়নের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন অনুসরণে দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করছে।’

সারাবাংলা/আরএম/এসআর

২০২৫-২৬ অর্থবছর অর্থ উপদেষ্টা দুদক বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর