Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ২০:০৩ | আপডেট: ৯ জুন ২০২৫ ১৬:৩৮

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের আক্রান্ত হয়েছেন। তবে এসময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। রোববার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ জুন) সকাল ৮টা থেকে রোববার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ছয়জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

সারাবাংলা/এমএইচ/এসআর

করোনা করোনা শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর