Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি ইরান সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫ ১৫:৫২ | আপডেট: ১৪ জুন ২০২৫ ১৭:৩৯

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি।

ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী। শনিবার (১৪ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনায় বাধ্য করব।’

জেনারেল শেখারচি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সেটি ইরানের বিধ্বংসী শক্তির মাত্র একাংশ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। মূল জবাব এখনও বাকি।’

বিজ্ঞাপন

ইসরায়েল ধারণা করেছিল যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে দেশটিকে দুর্বল করা যাবে, কিন্তু শেখারচি বলেন, ‘যারা শহিদদের স্থলাভিষিক্ত হয়েছেন, তারা আরও দৃঢ় মনোবল নিয়ে ইসরায়েলকে তাদের ভুলের জন্য অনুশোচনা করাবেন।’

তিনি দাবি করেন, ইরান ইসরায়েলের দখলকৃত অঞ্চলে বেসামরিক এলাকাকে লক্ষ্য করেনি। বরং লক্ষ্য ছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে অন্য স্থানে আঘাত হানে। ‘বেসামরিক স্থানে ক্ষেপণাস্ত্র পড়া ইসরায়েলের ইলেকট্রনিক হস্তক্ষেপের ফল, এর দায় আমাদের নয়,’ বলেন তিনি।

উলটো ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে শেখারচি বলেন, ‘তারা আমাদের দেশের বেসামরিক এলাকাকে টার্গেট করেছে এবং নিরীহ ইরানি নাগরিকদের হত্যা করেছে।’

সারাবাংলা/এনজে

ইরান সেনাবাহিনী কঠোর জবাব হুশিয়ারি

বিজ্ঞাপন

ঢাকার বায়ুমানে অবনতি
১১ জুলাই ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর