Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি তথ্যের নিরাপত্তায় ব্যাংকগুলোর সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৮:৫০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৩৮

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা: সরওয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি এবিবির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এনআইডি যাচাই করার ক্ষেত্রে ‘ম্যাচ/নট ম্যাচ’ পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে ইসি সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স থেকে ১৫ জন প্রতিনিধি পাঠানোর জন্য বলা হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের নিরাপত্তায় ইসি থেকে নাগরিকদের তথ্য যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ মেলায় ব্যাংকগুলোকে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সারাবাংলা/এনএল/ইআ

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর