Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন হামসিক


২৪ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

রেকর্ডটা ছুঁয়ে ফেলেছিলেন আগেই। কাল সেটি ভেঙে ফেললেন, ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে মারেক হামসিকই এখন নাপোলির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সাম্পদোরিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে নাপোলি, সেখানেই গোল করে সিংহাসনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছেন হামসিক।

তার আগে তুরিনোর সঙ্গে ৩-১ গোলের জয়েই হামসিক বসেছিলেন ম্যারাডোনার পাশে। হামসিকের গোল এখন ১১৬টি, সেটি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন আরও ভালোভাবেই।

ম্যারাডোনার চেয়ে অবশ্য অনেক বেশি সময় লেগেছে হামসিকের। সাত মৌসুমে ২৫৯ ম্যাচ খেলে ১১৫ গোল করেছিলেন ম্যারাডোনা। ১৯৮৭ ও ১৯৯০, এই দুবার জিতেছিলেন সিরি আও। অন্যদিকে হামসিক নাপোলির হয়ে খেলছেন ১১ মৌসুম ধরে, ম্যাচ খেলে ফেলেছেন ৪৭৮টি।

বিজ্ঞাপন

তবে রেকর্ড ভাঙার পর হামসিকের সবচেয়ে বড় তৃপ্তি হতে পারে খোদ ম্যারাডোনারই সার্টিফিকেট, ‘১১৫ গোল করার জন্য আমি হামসিককে অভিনন্দন জানাই। আশা করি সে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আরও অনেক অনেক গোল করবে।’

সারাবাংলা/এএম/

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর