Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে’র সাধারণ সম্পাদক সোহাগের বহিষ্কার দাবি


২৮ জুলাই ২০১৮ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বাদল রায়কে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বহিষ্কার দাবি করেছেন জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়।

শনিবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্য পড়েন জাতীয় পুরস্কার পাওয়া সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। তিনি বলেন, টেলিফোনে বাদল রায়কে হুমকি দেওয়া হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। একইসঙ্গে আমরা অপমানিত বোধ করছি। সোহাগকে ফেডারেশন থেকে বহিষ্কার করতে জোর দাবি জানাচ্ছি। তাছাড়া দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

বিজ্ঞাপন

“বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনবারের নির্বাচিত সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ফুটবলার, সাবেক এই সংগঠক বাদল রায়কে ফেডারেশন ভবনে যেতে নিষেধ করেছেন বেতুন ভুক্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। টেলিফোনে ছিলেন বাদল রায়ের স্ত্রী, সোহাগ তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন।

বাদল রায়ের স্ত্রী বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে ফোনে ঘটনাটি অবহিত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু, গোলাম সরোয়ার টিপু, প্রতাপ শংকর হাজরা, কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম, ওয়াহিদুজ্জামান খান পিন্টু, আশরাফ উদ্দিন আাহমেদ চুন্নু ও ইমতিয়াজ আহমেদ জনি।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর