Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোটেলে ছিলেন নিখোঁজ বেসরকারি কর্মকর্তা


২ জানুয়ারি ২০১৮ ২০:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৮ ০৮:১৩

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর কাকরাইলের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিশ্বজিৎ দে (৪৬)-কে ফকিরাপুলের একটি হোটেল থেকে উদ্ধার করেছে তার পরিবার।

মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে আসে।

বিশ্বজিৎ-এর ভগ্নিপতি জয়ন্ত কুমার দে সারাবাংলাকে জানান, আমরা বিকেল সাড়ে চারটার দিকে খবর পাই সে ফকিরাপুলের একটি হোটেলে রয়েছে। এর পর থাকে বাসায় আনা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম জানান, নিউ ইয়ারের পার্টি করতে গতকাল থেকে বিশ্বজিৎ বন্ধুদের সঙ্গে ওই হোটেলে অবস্থান করছিলেন। স্বেচ্ছায় মোবাইল বন্ধ করে রেখেছিলেন বলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেহেতু জিডি হয়েছে, তাই তাদের থানায় আসতে বলেছি।

এর আগে সোমবার সকালে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার।

ওইদিন রাতেই বিশ্বজিতের ভগ্নিপতি জয়ন্ত কুমার দে এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৬৮) করেন।

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর