Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জন নিয়েও নেপালকে কাঁপিয়ে দিল বাংলাদেশ


২৯ অক্টোবর ২০১৮ ১৬:৫৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

৩৪ মিনিটে রেড কার্ড দেখে মাঠের বাইরে বাংলাদেশের গোলরক্ষক। ১০ জন নিয়েই তার পরে পুরো ম্যাচ লড়াই করে জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আর এ জয়ে নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। শেষ দুইয়ের লড়াইয়ে ভারতকে পেল উচ্ছাস-মেহেদীরা।

সোমবার (২৯ অক্টোবর) সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আয়োজক দল নেপালের বিপক্ষে ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। সেখানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দেশের কিশোররা। নেপালকে বধ করেছে ২-১ ব্যবধানে।

এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে নেপালও। তাই দেশটির এএনএফএ কমপ্রেক্স গ্রাউন্ডে সোমবার বাংলাদেশ সময় পৌনে তিনটায় শুরু হওয়া যাওয়া ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

বিজ্ঞাপন

সেই লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশই। ২ মিনিটেই আয়োজকদের চমকে দিয়ে লিড পায় কিশোররা। ম্যাচে আধিপত্য রেখে খেলতে থাকা বাংলাদেশ শিবিরে বাধা আসে ৩২ মিনিটে। নেপালের আক্রমণভাগের খেলোয়াড় গোলমুখে এগিয়ে গেলে ডি-বক্সের ভেতর ফাউল করেন লাল-সবুজদের গোলরক্ষক। রেফারি সরাসরি লাল কার্ড দেখান দুই মিনিট পর। ১০ জনে পরিণত হওয়া সফরকারীদের সঙ্গে ব্যবধান সমান করে নেপাল। প্রথমার্ধ্বে সমতায় থেকে দ্বিতীয়ার্ধে বল গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। তারপর চলে রক্ষণের মন্ত্র। সেই মন্ত্রে সফল বাংলাদেশ মাঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়ে।

এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেমিতে অন্য গ্রুপের রানার্স আপ দল ভারতকে পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আর নেপাল পেল পাকিস্তানকে।

সারাবাংলা/জেএইচ/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর