Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গন্ধে মানসিক চাপ কমে!


৭ জানুয়ারি ২০১৮ ১১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিচার ডেস্ক

স্বামী কিংবা পার্টনারের গন্ধ ছড়ানো মোজা বা ঘামে ভেজা শার্ট নিয়ে মেয়েদের মেজাজ চটে যাওয়ারই কথা। কিন্তু নতুন একটা গবেষণা বলছে, চটে তো যানই না বরং এতে নাকি তাদের স্ট্রেস কমে।

কানাডীয় গবেষকরা দেখেছেন, কোনও নারী যখন তার পার্টনারের ২৪ ঘণ্টা ধরে ডিওডরেন্ট ছাড়া গায়ে দেওয়া একটি টি-শার্ট হাতে নেন, তখন তারা অপেক্ষাকৃত শান্ত থাকেন। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই দুর্গন্ধ তাদের মনকে শান্ত রাখতে শক্তিশালী ভূমিকা রাখে। এমনকি তারা চাপমুক্ত থেকে অন্য কাজও করতে পারেন।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষকরা ৪৮ জন নারীর ওপর এই গবেষণা চালিয়েছেন। একদল নারীর হাতে তাদের পার্টনারদের ব্যবহৃত টি-শার্টগুলো দিয়েছেন, আরেক দলের হাতে দিয়েছেন অন্যদের ব্যবহৃত টি-শার্ট। এরপর তাদের সাক্ষাৎকার নিয়ে দেখেছেন । তাতে দেখেছেন অপেক্ষাকৃত শান্ত আচরণ করেছেন পার্টনারদের টি-শার্ট যারা হাতে পেয়েছেন তারা। এমনকি ওদের মুখের লালা পরীক্ষা করেও দেখা গেছে তারা অপেক্ষাকৃত কম চাপ বোধ করছেন।

বিজ্ঞাপন

জার্নাল অব স্যোশাল সাইকোলোজিতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর