Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


২১ নভেম্বর ২০১৮ ১৩:২৮ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৪:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শিখা অনির্বাণের (শিখা চিরন্তন) বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

 

বিজ্ঞাপন

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। সে সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এইদিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এরপর এই বাহিনী পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে এবং এতে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন ত্বরান্বিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সারাবাংলা/এসএমএন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদ শিখা অনির্বাণ সশস্ত্র বাহিনী দিবস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মানে অবনতি
১২ জুলাই ২০২৫ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর