Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাপ ছড়াবে চার ব্যান্ডের কনসার্ট


১১ জানুয়ারি ২০১৮ ১৮:৪৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৮:৫৩

এন্টারটিইনমেন্ট করেসপনডেন্ট

ঢাকা:  বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা কনসার্ট। কনসার্টে দেশের জনপ্রিয় চারটি ব্যান্ড সোলস, নগর বাউল, দলছুট ও চিরকুট তাদের গান পরিবেশন করবেন। শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় শুরু হবে এই কনসার্ট।

‘উন্নয়ন ও সাফল্যের চার বছর’ শিরোনামের কনসার্টটিতে সংগীত পরিবেশন করবেন ফোক ঘরানার শিল্পী মমতাজও।  এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরাও কনসার্টে দলীয় পরিবেশনা করবে।

অনলাইনে নিবন্ধন করেই দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন এই কনসার্ট। নিবন্ধন করতে যেতে হবে:  http://www.fourthyearcelebration.com ওয়েবসাইটে।

নুজহাত চৌধুরী ও তানিয়া হোসেনের উপস্থাপনায় কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।

সারাবাংলা/পিএ/আইজেকে

মেগা কনসার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর