Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবান্দি শাহাদাতের পক্ষে প্রচারে মীর নাছির


২৪ ডিসেম্বর ২০১৮ ২২:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগে নেমেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চট্টগ্রামের সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর নাছির সোমবার (২৪ ডিসেম্বর) নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন

গণসংযোগের সময় বিভিন্ন পথসভায় মীর নাছির বলেন, শাহাদাতের জনপ্রিয়তায় ভীত হয়ে ফ্যাসিবাদী সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। শাহাদাত হোসেন জেলে থাকলেও বিএনপির প্রতিটি নেতাকর্মী এক-একজন শাহাদাত হয়ে সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবে। বাংলাদেশের জনগণ হামলা-মামলা, বাধা উপেক্ষা করে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ব্যালট বিপ্লব করবে।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন

এ সময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহীম বাচ্চু, সহযুব বিষয়ক সম্পাদক ইসমাইল বাবুল ছিলেন।

গত ৭ নভেম্বর বিকেলে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/আরডি/এটি

ডা. শাহাদাত হোসেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন

বিজ্ঞাপন

৪ বিভাগে হতে পারে বজ্রঝড়
২৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর