Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়েছে প্রাণ-আরএফএল ফার্নিচার কারখানার মালামাল


৩০ জানুয়ারি ২০১৯ ১৫:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণ-আরএফএল ফার্নিচার কারখানার একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্নিচার তৈরির বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় কারখানাটির বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে প্রাণ-আরএফএল ফার্নিচার কারখানার লেকার সেকশনে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। তবে এরমধ্যে পুড়ে যায় ওই কারখানায় থাকা বিপুল পরিমাণ ফার্নিচার তৈরির কাঁচামাল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন-২ উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে এই আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। এছাড়া কারখানাটির ক্ষয়ক্ষতির বিষয়টিও এখনও হিসাব করা হয়।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তন্ময় সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি টেলিফোন ধরেননি।

সারাবাংলা/এসএমএন

প্রাণ-আরএফএল গ্রুপ ফার্নিচার কারখানায় আগুন

বিজ্ঞাপন

হিজলায় বজ্রপাতে গৃহবধূ নিহত
২৭ এপ্রিল ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর