Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে পুলিশের গুলিতে মাদক বিক্রেতা নিহত


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চের পাশে পুলিশের গুলিতে কামাল হোসেন (৩৫) নামের এক মাদক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাট্যমঞ্চের পাশে মাদক বিক্রেতারা অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ কে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি করে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন কে উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিস্তারিত জানার চেষ্টা চলছে। এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএস/এসএন

গুলিস্তান পুলিশের গুলি মাদক বিক্রেতা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর