Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানি হবে কোন কোন আচরণে? দেখে নিন ছবিতে ছবিতে!


২২ জানুয়ারি ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি- ফারহানা ফারা।।  লেখা- রুখসানা কাঁকন।।

 

কথা বলার সময় শরীরের কোন অংশ স্পর্শ করা।

 

জোর করে চুমু খাওয়ার চেষ্টা

 

সেক্সটিং- অপরপক্ষের সম্মতি ছাড়া যৌন টেক্সট পাঠানো

 

ইতিবাচক সাড়া না পাবার পরও প্রশংসা করে যাওয়া

 

কোন নারীকে জোর করে প্রেমে পড়াতে বাধ্য করার চেষ্টা

 

কোন উক্তি যৌন হয়রানি হতে পারে,যেমন, “তোমার স্বামী বা বন্ধু থাকলে অন্ধকারে হাঁটতে অসুবিধা হত না”

 

নারীটি অস্বস্তি বোধ করার পরও অশ্লীল জোক বলেই যাওয়া

 

বিজ্ঞাপন

অপরপক্ষ ভালভাবে না নেয়ার পরও তাকিয়ে থাকা, হাসা ও কথা বলার চেষ্টা করা

 

মডেল- আসমাউল হুসনা, নাজনীন সুলতানা ও কামরুল হাসান

সারাবাংলা/এসএস

যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর