Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদেলা দিন থাকবে মেঘের অপেক্ষায়


৩০ মার্চ ২০১৯ ০১:৫৫

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকবে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিন ঢাকার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা কমে যাবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাস বইবে ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে। সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ৫৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ১৩ মিনিটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আবহাওয়া প্রতিবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর