Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লিগ্যাল ড্রাফটিং প্রশিক্ষণে ভারতে কর্মকর্তা পাঠানো হচ্ছে’


৩ এপ্রিল ২০১৯ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,‘ লিগ্যাল ড্রাফটিংয়ের বিষয়ে ট্রেনিংয়ের জন্য আমরা কিছু অফিসার ভারতে পাঠাব। ওখানে খুব উন্নতমানের একটা ড্রাফটিং ট্রেনিং ইন্সটিটিউট আছে। কিছুদিনের মধ্যেই আমরা সেখানে পাঠাব।’

বুধবার ( ৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের  এ বিষযে জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘ভারতীয় হাইকমিশনার দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ। আমরা যেসব বিষয়ে আলোচনা করেছি তা হলো আইনের ক্ষেত্রে, বিচারবিভাগের ক্ষেত্রে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতা। গুজরাটের ভূপালে আমাদের জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং নেয়ার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের অফিসাররা সেখানে ট্রেনিং নিয়ে থাকেন। সেটার ব্যাপারে আলাপ হলো- এই প্রশিক্ষণের ব্যাপারে আরও ক্ষেত্র বাড়ানো যায় কি না, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্ত, দৃঢ় ও বিস্তৃত হয়- সেই সহযোগিতার দার নিয়েও আলোচনা করেছি আমরা।’

সারাবাংলা/এইচএ/জেডএফ

আইনমন্ত্রী ভারতীয় হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর